Charpathalia Nurul Huda High School

চর পাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়
EIIN: 103920

প্রতিষ্ঠান প্রধানের বানী

ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ধনাগোদা নদীর তীরে “চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়টি” অবস্থিত। বিদ্যালয়টির পশ্চিম পাশে বেড়ি বাধ, পূর্ব পাশে নদী, উত্তর পাশে জলাশয়, দক্ষিণে সবুজ মাঠ। বিদ্যালয়টি দক্ষিণমুখী হওয়ায় পর্যাপ্ত আলো-বাতাসে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বাড়ায়। বিদ্যালয়টিতে ৫০০ এর বেশি ছাত্র-ছাত্রী ১০ এর বেশি অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত।

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, সাহিত্যিক, গবেষক। উন্নত মানবসম্পদ ও সুশিক্ষিত জাতি গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষার্থী শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় আজ “চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয় “ উন্নয়নের পথে ক্রমাগত এগিয়ে চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর নিয়ম কানুনের আওতায় প্রতিষ্ঠিত ও সুপরিচালিত একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত বিদ্যাপীঠ। চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতির সু্শিক্ষা, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অত্র এলাকায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা প্রচলনের অন্যতম পথিকৃৎ এই স্কুলটি । কোমলমতি শিক্ষার্থীদের ফুল হয়ে ফোটার স্পৃহাকে বাস্তব রূপ দিতে এই শিক্ষাপ্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন শিক্ষার্থীর পরিপূর্ণতা আনয়নে অত্র স্কুলের শিক্ষকমন্ডলীর নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। শ্রেণি কার্যক্রম থেকে শুরু করে শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন, তাদের আচরণগত নানা দিক, শিক্ষা অর্জনের নানাবিধ প্রতিবন্ধকতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয় বলে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান দেশবাসীর নিকট প্রশংসিত ।

সর্বোপরি অত্র এলাকার শিক্ষা বিস্তারে একটি আদর্শ বিদ্যাপিঠ হিসেবে “ চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয় ” সর্বমহলে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে । পরিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনায় শেষ করছি ।

মোহাম্মদ জহিরুল ইসলাম
প্রতিষ্ঠান প্রধান
চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়